অনুদান করা যাবে বই, প্রান্তিক পাঠাগারে পৌঁছে দেবে রকমারি

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দেশের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের জন্য বই অনুদান করা যাবে। সেসব বই প্রান্তিক পাঠাগারগুলোতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন বই বিকিকিনি প্রতিষ্ঠান রকমারি ডটকম।

দেশের প্রািন্তক পাঠাগারগুলোতে পর্যাপ্ত বইয়ের সংকট রয়েছে। মূলত সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নিয়েছে রকমারি। এই কর্মসূচির আওতায় দেশের ৫ শতাধিক পাঠাগারে ২০ হাজারের বেশি বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা, গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলিতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।’

বই অনুদানের জন্য পাঠের উপযোগী বই যথাযথ উপায়ে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে ‘রকমারি বুক ডোনেশন, ২/১/ই ইডেন সেন্টার, আরামবাগ, মতিঝিল, ঢাকা’ ঠিকানায়। নিজেদের পাঠাগারের জন্য বই অনুদান পেতে চাইলে আবেদন করা যাবে এই ঠিকানায়। বই অনুদান প্রাপ্তি ও প্রদানবিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিংকে

 

Read Entire Article