আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ ইরফান

20 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:৪১, ২২ মার্চ ২০২৫  

আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ ইরফান

ভারতের যে কজন বিতর্কিত ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, ইরফান পাঠান তাদের মাঝে অন্যতম। ২০২৩ বিশ্বকাপের সময় পাকিস্তান দলের হার নিয়ে মজা করার পর হয়েছিলেন সমালোচিত। সাবেক এই বাঁহাতি পেসারকে এবারের আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হয়েছে। কয়েক জন ক্রিকেটারের অভিযোদের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকায় ইরফানের নাম প্রতি বছরই দেখা যায়। তবে ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিপক্ষে ব্যক্তিগত রাগ প্রকাশ করতেন তিনি। সেই কারণেই এই শাস্তির খড়গ নেমে এসেছে।

ধারাভাষ্যের সময় নিরপেক্ষ হয়ে বিশ্লেষণ করতে হয়। তাই যুক্তিসঙ্গত সমালোচনা স্বাভাবিক। তবে গত দুই বছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন ইরফান। বোর্ডার-গাভাস্কার সিরিজ়ে ইরফান কে ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে, তিনি রাগে ইরফানের মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন।

বিসিসিয়াইয়ের এক সূত্রের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। গত দুই বছর ধরে লাগাতার এই ঘটনা ঘটছে। তিনি ব্যক্তিগত বিষয় ধারাভাষ্যের সময় তুলে ধরছেন। ইচ্ছা করে কয়েক জন ক্রিকেটারের সমালোচনা করছেন। ইরফানের বিপক্ষে সমালোচিত ক্রিকেটাররা বিসিসিআইয়ে অভিযোগ করেছেন। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ঢাকা/নাভিদ

Read Entire Article