আইপিএলের মাঝপথে খেলোয়াড় বদলের নতুন নিয়ম

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:৫৭, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৮, ১৫ মার্চ ২০২৫

আইপিএলের মাঝপথে খেলোয়াড় বদলের নতুন নিয়ম

সারা দুনিয়াব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চললেও, আইপিএলের আমেজই আলাদা। রবিবার (২২ মার্চ, ২০২৫) থেকে শুরু হচ্ছে এই লিগের ১৮তম আসর। নতুন মৌসুমে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই নিয়মের ফলে আইপিএল আরও স্বয়ংস্মপূর্ণ হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে চাইলেই খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। তবে সেটা অস্থায়ীভাবে, এমনকি এক ম্যাচের জন্যও এই নিয়ম প্রযোজ্য। তবে বিশেষ কিছু শর্তও মনে এই দলবদল করা যাবে সাময়িকভাবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছে।

এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড় পরিবর্তন করতে হলে, পরিবর্তিত খেলোয়াড়কে গোটা মৌসুমের জন্যই রেখে দিতে হতো। কোনও খেলোয়াড় যদি চোট পেয়ে বা অন্য কোনও কারণে মৌসুমের শুরু বা মাঝামাঝি সময়ে ছিটকে যেতো, তখন তার পরিবর্তে নেওয়া খেলোয়াড়কে বাকি মৌসুম রেখে দিতে হতো।

তবে বিসিসিআই একটি নতুন নিয়ম নিয়ে আসছে। এক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্যই অস্থায়ীভাবে একজন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারবে। তবে নিয়মটি শুধুমাত্র উইকেটরক্ষকদের জন্য প্রযোজ্য।

এই নিয়ম অনুযায়ী যদি কোনও একটি দলের সব উইকেটরক্ষক চোটের কারণে ছিটকে যান, তবে তাদেরকে আইপিএল ২০২৫-এর নিলামে অবিক্রিত একজন উইকেটরক্ষককে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সেই উইকেটকিপারের দাম চোট পেয়ে ছিটকে যাওয়া উইকেটকিপারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ফ্র্যাঞ্চাইজিটি মূল খেলোয়াড় ফিট না হয়ে ওঠা পর্যন্ত বিকল্প উইকেটরক্ষককে দলে রাখার সুযোগ পাবে। অন্যদিকে মূল উইকেটরক্ষক সুস্থ হয়ে ফিরলে, পরবর্তিতে দলে নেওয়া কিপারকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই বিকল্প খেলোয়াড়কে ভারতের হতে হবে।

ঢাকা/নাভিদ

Read Entire Article