আছিয়া স্মরণে মাগুরায় বিএনপির দোয়া ও ইফতার

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১৭ মার্চ ২০২৫  

আছিয়া স্মরণে মাগুরায় বিএনপির দোয়া ও ইফতার

ছবি: রাইজিংবিডি

মাগুরায় আছিয়ার বিদেহি আত্মার আগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে   সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

এ সময় বক্তারা বলেন, শিশু আছিয়ার করুন মৃত্যু যেন আর কোনো শিশুর সাথে না ঘটে। ধর্ষণের শিকার পাশবিক নির্যাতনের স্বীকার হয়ে আর একটি শিশুরও যেন এমন মৃত্যু না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় দেশের নির্যাতি মানুষের পাশে আছে থাকবে। দ্রুত সময়ের মধ্যে মামলার আসামির রায় দিয়ে সবার সামনে প্রকাশ করতে  হবে।

এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন মাগুরা জেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। 

মাগুরা/শাহীন/সাইফ

Read Entire Article