আজ না হয় কাল পুতিনকে আলোচনার টেবিলে বসতে হবে: স্টারমার

6 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ না হয় কাল আলোচনার টেবিলে আসতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

কোয়ালিশন অব দ্য উইলিং নামের এক ভার্চুয়াল বৈঠকে বিশ্ব নেতাদের ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার প্রতি আরও চাপ তৈরির আহ্বান জানান তিনি।

এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করা।

এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষে কিছু শর্ত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে নিজেদের দাবিদাওয়ার তালিকা পেশ করেছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো দাবিদাওয়ার তালিকায় কী অন্তর্ভুক্ত করেছে ও তারা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে ইউক্রেন।

ওই দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, রুশ ও মার্কিন কর্মকর্তারা গত তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে ও ভার্চুয়ালি কথা বলার সময় ওই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, ক্রেমলিনের শর্তের আওতা বিস্তৃত এবং তারা আগেও ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে যেসব দাবি জানিয়েছে সেগুলোর সঙ্গে এবারের শর্তগুলোও এক।

আগে রাশিয়া যে সব শর্ত দিয়েছিল সেগুলো ছিল, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হবে না মর্মে সমঝোতা এবং অধিকৃত ক্রিমিয়া ও চারটি প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্ত, তা মেনে নেওয়া।

সূত্র: এএফপি

এমএসএম

Read Entire Article