আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১২ মার্চ ২০২৫  

আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাস ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু, শ্রমিকরা সড়ক না ছাড়ায় পুলিশ টিয়ারশেল-সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (১২ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ের ওই মহাসড়ক ব্যবহারকারী গণপরিবহনের যাত্রী ও পথচারীরা। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘‘গ্লোবাস ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে নির্যাতনের অভিযোগ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। প্রথমে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া চেষ্টা করা হয়। পরে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’’

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত শনিবার গ্লোবাস ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে নির্যাতনের প্রতিবাদ করা হয়। এ সময় আরো কিছু দাবি করা হয়। সেই সময় কর্তৃপক্ষ সব দাবি মেনে নিলেও পরদিন কারখানা বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে মঙ্গলবার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

এদিকে গতকাল কারখানার প্রধান ফটকে একটি নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, শ্রম আইনের ১৬ ধারা অনুযায়ী বুধবার থেকে গ্লোবাস কারখানা লে অফ ঘোষণা করা হলো।

এ ঘোষণার পরে শ্রমিকরা আজও মহাসড়ক অবরোধ করেন বলে জানান। এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/রাজীব

Read Entire Article