আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হলো দুতের্তেকে

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ মার্চ ২০২৫  

আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হলো দুতের্তেকে

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথমবারের মতো হাজির করা হয়েছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার ম্যানিলা থেকে একটি ফ্লাইটে দুতের্তেকে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানায় কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে নেওয়া হয়।

রদ্রিগো দুতের্তে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত যখন ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর মাদকবিরোধী অভিযানে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল তার নির্দেশে। এ ছাড়া ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত তিনি যখন দাভাওয়ের মেয়র ছিলেন তখনও তার বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগে তার মানবতাবিরোধী অপরাধ সংঘটনের তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

সোমবার হংকং থেকে রাজধানী ম্যানিলা বিমানবন্দরে অবতরণ করলেই গ্রেপ্তার করা হয় দুতের্তেকে। তার সমর্থকদের অভিযোগ, দেশের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যবহার করছেন। 

ঢাকা/শাহেদ

Read Entire Article