আপনার ঘরের এসিটির আয়ু কতদিন জানেন?

4 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার এই বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। তবে আপনার ঘরের এসিটি ভালো থাকলে নতুন এসি কেনার প্রয়োজন কি? আপনার ঘরের এসিটি আরও কতদিন পর্যন্ত ভালো থাকবে তাও বুঝতে পারবেন সহজেই।

বর্তমানে এসিগুলো কয়েক বছর ব্যবহারেই নানান সমস্যা দেখা যায়। জানেন কি, একটি এসি কত বছর ঠিক ভাবে চলে?

উইন্ডো বা স্প্লিট এসি ইউনিটে আগুন লেগে যাওয়া বা বিস্ফোরণ হওয়া, এরকম অনেক ঘটনা প্রকাশ্যে আসে মাঝেমধ্যে। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বাড়ি বা অফিসে এসি বসানো জরুরি হয়ে পড়েছে। গরম থেকে স্বস্তি পেতে মানুষ নতুন এসি কিনছেন অথবা পুরোনো এসি সার্ভিসিং করাচ্ছেন।

বেশিরভাগ এসির ঘটনা অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ বা শর্ট সার্কিটের কারণে ঘটে। পুরোনো এসি ইউনিট ব্যবহার করা খুব বিপজ্জনক হতে পারে। উইন্ডো এবং স্প্লিট এসি কতদিন ব্যবহার করা উচিত?

বেশিরভাগ এসি ব্র্যান্ড ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দেয়। অর্থাৎ আপনি আপনার এসি ইউনিটটি ১০ বছরের জন্য নির্ভয়ে ব্যবহার করতে পারেন। তবে গ্যাস লিকেজ এবং ময়লা জমে যাওয়ার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

সাধারণত রক্ষণাবেক্ষণ এবং ইউনিটের অবস্থার উপর নির্ভর করে আপনি কতদিন একটা এসি ব্যবহার করতে পারেন। ৮-১০ বছরের জন্য একটি উইন্ডো এসি এবং ১০-১৫ বছরের জন্য একটি স্প্লিট এসি ব্যবহার করতে পারেন।

স্প্লিট এসি ইউনিটগুলো ক্রমাগত ব্যবহার করা হলে এটি কম্প্রেসারের উপর প্রচুর চাপ ফেলে। ফলে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এর কারণেই আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Read Entire Article