ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৬:৫৬, ১৪ মার্চ ২০২৫ আপডেট: ১৬:৫৯, ১৪ মার্চ ২০২৫
গৌরি, আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে তার। এরপর আমির-সানার বিষয়টি চাপা পড়ে যায়।
কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বেঙ্গালুরুর রহস্যময়ী এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। এ নিয়ে চর্চা শুরু হলেও নীরব ছিলেন ‘দঙ্গল’ তারকা। অবশেষে নতুন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন তিনি। আমির জানিয়েছেন, তার নতুন প্রেমিকার নাম গৌরি স্প্রাট।
একষট্টিতে পা রাখার পূর্ব মুহূর্তে নতুন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকার পরিচয় জানাননি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যম গৌরির বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। চলুন জেনে নিই গৌরিকে—
গৌরি স্প্রাট কে
গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা। তার মা তামিল। কিন্তু বাবা আইরিশ। তার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন তিনি। মুম্বাইয়ে একটি সেলুন পরিচালনা করেন গৌরি। এখন আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করছেন। গৌরির ৬ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।
আমির-গৌরির প্রেম
গৌরি স্প্রাটকে দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন আমির খান। তবে তারা ডেট করছে এক বছরের বেশি সময় ধরে। সম্প্রতি গৌরিকে দেখতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন আমির খান। কিন্তু পুরো ব্যাপারটি আড়ালে রাখার চেষ্টা করেন ‘দঙ্গল’ তারকা। পরে মজা করে আমির খান বলেন, “আমি কাউকে বিষয়টি জানতে দিইনি।”
আমির খান তার পরিবারের সদস্যদের সঙ্গে গৌরিকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার পরিবার ও সন্তানেরা তাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, শাহরুখ খান, সালমান খানের সঙ্গেও গৌরিকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির।
গৌরি-আমিরের বয়সের ব্যববধান
১৯৬৫ সালের ১৪ মার্চ তৎকালীন বোম্বেতে (মুম্বাই) তাহির হোসেন-জিনাত হোসেন দম্পতির ঘর আলো করে জন্ম নেন আমির খান। শুক্রবার (১৪ মার্চ) ষাট পূর্ণ করে একষট্টিতে পা দিতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে, ১৯৭৮ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন গৌরি স্প্রাট। তার বয়স এখন ৪৬ বছর ৬ মাস। আমির খানের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট গৌরি।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, সিয়াসাত ডটকম
ঢাকা/শান্ত