ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম

10 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৪ মার্চ ২০২৫  

ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম

ফাইল ফটো

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয় করায় থানায় অভিযোগ দেন মেয়েটির বাবা। এ ঘটনায় মেয়েটির বাবাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শুভ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে ঘটনাটি ঘটে। 

আহত রতন আলী (৩৭) একই গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের যুবক শুভর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।  

স্কুলছাত্রীর মা বুলবুলি খাতুন বলেন, ‍“গত কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার সময় শুভ আমার মেয়েকে ইভটিজিং করছে। সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।”

তিনি আরো বলেন, “বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরছিলেন আমার স্বামী। এসময় শুভসহ তার লোকজন হামলা চালিয়ে আমার স্বামীর মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা অভিযোগ দায়ের না করার জন্য হুমকি দিচ্ছে শুভর পরিবার।”

অভিযোগের বিষয়ে জানতে শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

লালপুর থানার ওসি মো. নাজমুল হক বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

Read Entire Article