ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

6 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ পর্বের একটি গুরুত্বপূর্ণ পর্ব বিদেশি নাগরিকদের নিয়ে সাজানো হয়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তাদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরা হয়।

শুধু আনন্দ দেওয়াই নয়, এই পর্বের রয়েছে বিশেষ উদ্দেশ্য। সেটি হলো, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ বিশেষ পর্বে।

ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও বিদেশিদের নিয়ে সাজানো হয়েছে পর্বটি। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক।

ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাদের ছুটির দিনগুলোতে ইত্যাদির জন্য মহড়া করেন। বিদেশিদের নিয়ে নির্মিত এবারের পর্বে থাকছে গুজব নিয়ে একটি চমৎকার নাটিকা। একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক কলহ এবং মানসিক অশান্তি হতে পারে। সামাজিক সম্প্রীতি ও সংহতি বিনষ্ট হয়। মূলত, গুজবের কারণে সম্পর্কের এই টানাপোড়েন নিয়েই নির্মিত হয়েছে এবারের বিদেশিদের পর্ব।

ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

আরও পড়ুন:

ঈদ ‘ইত্যাদি’র বিদেশি পর্বের চমকে যা থাকছে

এরপাশাপাশি বরাবরের মতোই রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সাথে অসাধারণ নৃত্য। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ প্রচারিত হবে বিটিভিতে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এমএমএফ/এমএস

Read Entire Article