ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আসছে রোজা ঈদকে কেন্দ্র করে বর্ণিল আয়োজনে সাজছে দেশের টিভি চ্যানেলগুলো। সেই আয়োজনে থাকবে সিনেমা, সংগীত, ম্যাগাজিন অনুষ্ঠানসহ আরও অনেক কিছু। থাকবে বৈচিত্রময় গল্পের নাটকও। তার ভিড়ে চ্যানেল আই দেখাবে ১৫টি নাটক।
নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট এবং রাত রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।
ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম। ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনায় আবুল হায়াত, অভিনয়েও আছেন তিনি। তার সঙ্হে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম।
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘চালাকি’ দেখা যাবে। এর পরিচালক সালাহউদ্দিন লাভল। অভিনয়ে আছেন শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ। দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাস্ট উইশ’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার অভিনীত নাটক ‘ডাকু’ প্রচার হবে।
তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘ইতির ঈদি’ প্রচার হবে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায়। এতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘টোনাটুনির সংসার’ দেখা যাবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোর্শারফ করিম, তানিয়া বৃষ্টি। চতুর্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখাবে ‘লাভ মি মোর’ নাটক। সাজ্জাদ হোসাইন বাপ্পির পরিচালনায় অভিনয়ে আছেন তওসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা।
এছাড়াও রাত ৯টা ৩৫ মিনিটে ‘বউ বেশী বুঝে’, পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘তোমায় ছুঁয়ে’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘ভেতরে আসতে দাও’, ষষ্ট দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘পানি’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘মেইড ফর ইচ আদার’, সপ্তম দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘জালিয়াত’, রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বলো ভালোবাসি’।
এলআইএ/এএসএম