ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে চল‌বে ১৭ ফেরি ও ২২ লঞ্চ

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আসন্ন প‌বিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপা‌র নি‌র্বিঘ্ন কর‌তে এবার দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে চলাচল কর‌বে ১৭টি ফে‌রি ও ২২টি লঞ্চ।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দি‌কে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপল‌ক্ষে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ফে‌রি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতক‌ল্পে ঘা‌টের সুষ্ঠু ব‌্যবস্থাপনা ও যাত্রী‌দের যাতায়াত নি‌র্বিঘ্ন করতে আয়ো‌জিত সভায় এ তথ‌্য জানা‌নো হ‌য়।

সভায় সভাপ‌তিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় বিআইড‌ব্লিউটিএ ও বিআইড‌বব্লিউটিসি কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নি‌র্বিঘ্ন কর‌তে ক‌য়েক‌টি ফে‌রি বা‌ড়ি‌য়ে ১৭টি ফেরি এবং ২টি লঞ্চ বা‌ড়ি‌য়ে ২২টি চলাচল কর‌বে। যার প্রায় সব প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন। দৌলত‌দিয়া প্রা‌ন্তের (৩, ৪ ও ৭) এই ৩‌টি ফেরিঘা‌টের ৮‌টি প‌কেট দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার হ‌বে।

এছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলমপা‌র্টি, যাত্রী হয়রা‌নি রো‌ধে থাক‌বে জেলা পুলি‌শের ক‌য়েক স্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা।

এদি‌কে অতি‌রিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টি‌কিট কাউন্টা‌রের তা‌লিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচ‌ল রো‌ধে ঘাট এলাকায় সার্বক্ষ‌ণিক জেলা প্রশাস‌নের ভ্রাম‌্যমাণ আদাল‌তের টিম থাক‌বে।

অন‌্যদি‌কে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়‌লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাক‌বে সু‌পেয় পা‌নির ব‌্যবস্থা।

সভায় জেলা ও পু‌লিশ প্রশাস‌নের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ‌্য, বিআইড‌ব্লিউটি‌সি, বিআইড‌ব্লিউটিএ, ফায়ার সা‌র্ভিস, সড়ক বিভাগসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব বলেন, যাত্রী হয়রা‌নি, ছিনতাই, মলমপা‌র্টি, দালাল, যানজট নিয়ন্ত্রণ রো‌ধে ঘাট এলাকায় ক‌য়েক স্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা থাক‌বে। এরইম‌ধ্যে ঘাট এলাকার চি‌হ্নিত ক‌য়েকজন অপরাধী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এছাড়া অবৈধ যানবাহন চলাচলেও নজরদা‌রি করা হ‌বে এবং সার্বক্ষ‌ণিক টহ‌লে থাক‌বে পুলিশ। ঈদযাত্রা নি‌র্বিঘ্ন কর‌তে পুলি‌শের যেমন দা‌য়িত্ব আছে, তেমনি যাত্রী, সাধারণ জনগণ‌কেও স‌চেতন থাক‌তে হ‌বে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ব‌লেন, আশা কর‌ছি এবা‌র সবার সহ‌যো‌গিতায় সুন্দর এক‌টি ঈদ কাট‌বে। আগের মতো এখন ঘা‌টে যানবাহ‌নের চাপ নেই। তারপরও ঈদের সময় যাত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌বে। সেদিক বি‌বেচনায় সব প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট, ছিনতাইকারী, দালাল চক্র নিয়ন্ত্রণে পু‌লি‌শের পাশাপাশি নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটের নেতৃ‌ত্বে থাক‌বে ভ্রাম‌্যমাণ আদালত।

রু‌বেলুর রহমান/এফএ/জিকেএস

Read Entire Article