ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩২, ১৭ মার্চ ২০২৫
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কতৃপক্ষ।
যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।
সোমবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুষ্ঠিত সমন্বয় সভায় এতথ্য জানানো হয়।
সভায় বলা হয়, দৌলতদিয়ায় ৭টি ঘাটের মধ্যে ৩টি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপার্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও মেডিকেল টিমসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজিব, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (বন্দর কর্মকর্তা) মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ-সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আউয়াল/টিপু