উপসচিব দিদারুল, সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক (৩৮) ও জনৈক মোহাম্মাদ মোতাহার হোসেন।

সোমবার (১৭ মার্চ) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করে দুদক। পৃথক চারটি আবেদনে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এমআইএন/এমআরএম/জিকেএস

Read Entire Article