উস্কানিমূলক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান 

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৫  

উস্কানিমূলক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান 

দেশের বর্তমান পরিস্থিতিতে উস্কানিমূলক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি এ আহ্বান জানান। 

সালাউদ্দিন আহমেদ বলেন, “দেশের এমন পরিস্থিতিতে আপনারা ধৈর্য ধরুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। উস্কানিমূলক যেকোনো পদক্ষেপে আপনার অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে।”

তিনি আরো বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। যাতে এই ফাঁকে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। সে দিকে লক্ষ্য রাখুন।”

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/তারেকুর রহমান/ইভা

Read Entire Article