ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিদেশ থেকে একজন প্রবাসী শ্রমিক ৭৩০ কোটি টাকা নিয়ে এসেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
ওই শ্রমিকের নাম-পরিচয় ও ঘটনার সময় উল্লেখ না করে আবদুর রহমান খান বলেছেন, উনি (প্রবাসী শ্রমিক) বলছেন এটা ওয়েজ আর্নার ও করমুক্ত।
সোমবার (১৭ মার্চ) বিকালে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে ‘অর্থনীতি-আলাপন: রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন।
এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা আইন করলাম- প্রবাসে যারা কঠোর পরিশ্রম করেন, বিদেশে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে নিয়ে আসেন; তাদের আমরা বললাম এই টাকাটা আয়করমুক্ত। এটা প্রবাসীকর্মীদের উৎসাহিত করার জন্য ও তারা যেন রোজগারটা ফরমাল চ্যানেলে বাংলাদেশে পাঠান। আপনারা শুনে আশ্চার্য হবেন, একজন ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন এবং উনি বলছেন এটা ওয়েজ আর্নার ও করমুক্ত।’
তিনি বলেন, ‘আমরা এ ধরনের অন্যায় হয়তো দেখি নাই, বুঝি নাই কিংবা দেখেও না দেখার ভান করছি।’ ওই ব্যক্তির নাম জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নাম না বলাই ভালো।’
এখনো কেন নাম বলতে অস্বস্তি- এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নেওয়ার পর আপনারা অটোমেটিক্যালি জেনে যাবেন।’
এসএম/বিএ/এমএস