কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা: আরো ৩ জন গ্রেপ্তার 

10 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ জানুয়ারি ২০২৫  

 আরো ৩ জন গ্রেপ্তার 

গোলাম রব্বানী টিপু

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় পুলিশ নারীসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে। এ হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তবে তাদের পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, এ বিষয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সি-গালের সামনের ফুটপাতে গুলি চালিয়ে ৫৪ বছর বয়সী গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু এবং টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টোকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও শুনানির দিন এখনো নির্ধারণ হয়নি।

এ ঘটনায় গোলাম রব্বানীর ভগ্নিপতি মো. ইউনুস আলী শেখ শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/তারেকুর/বকুল

Read Entire Article