কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি জব্দ

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ মার্চ) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে বাজিগুলো জব্দ করা হয়।

বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীনস্থ কটকবাজার পোস্টের বিশেষ টহলদল বুধবার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মিয়াবাজার ফুড প্যালেস সংলগ্ন এলাকায় ভারতীয় ৫ লাখ ৯৭ হাজার ৮০০ পিস কিং কোবরা বাজি জব্দ করা হয়।

যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস

Read Entire Article