ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:২২, ১৭ মার্চ ২০২৫ আপডেট: ১৭:২৪, ১৭ মার্চ ২০২৫
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৬ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় চার সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একইসঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান ও জেলা শাখার সদস্য সুমন আহমেদ। গত ২৫ ফেব্রুয়ারি অনুমোদনকৃত কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিলের সদস্য পদ বাতিল ও সংগঠনে থাকা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় নেতাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।”
এ বিষয়ে জানতে অব্যাহতি প্রাপ্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এর আগে, রবিবার রাত ৮টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে সংগঠনটির অন্য সদস্য ও নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন জখম হন। তাদের কুষ্টিয়ার আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা/কাঞ্চন/মাসুদ