ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। জাবেদ ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অন্যদের সঙ্গে জমিতে কাজ করতে যান জাবেদ। দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার শরীর পুড়ে গেছে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির জানান, ওই তরুণকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এসআর/এমএস