গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার 

5 hours ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৭ মার্চ ২০২৫  

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার 

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথি হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা একযুগ পেরিয়ে গেছে, এখনো বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। কথা বলা ও লেখার অপরাধে একাধিক সাংবাদিককে জেলবন্দি জীবন কাটাতে হয়েছে ও নির্বাসনে যেতে হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য হুমকি।’’

তিনি আরো বলেন, ‘‘মাগুরায় ৮ বছরের শিশু এবং বরগুনায় ১২ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পবিত্র রমজান মাসেও দেশে চুরি, ছিনতাই, খুন, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারেননি। তৎকালীন সময়ে কিছু সাংবাদিক জামায়াতের সংবাদগুলো বিকৃতভাবে মিডিয়াতে উপস্থাপন করতেন। একজন সাংবাদিকের লেখনী হতে হবে নিরপেক্ষ ও মজলুম মানুষের পক্ষে।’’

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, খায়রুল আলম, আবুল হাশেম খান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুসহ জামায়াতে ইসলামী মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
 

ঢাকা/রেজাউল/বকুল

Read Entire Article