গাজীপুরের সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর 

1 day ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৩ মার্চ ২০২৫  

গাজীপুরের সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর 

রবিবার সকালে কালিয়াকৈরের ভান্নার এলাকার একটি সোয়টার কারখানার শ্রমিকরা সংঘর্ষে জড়ান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকজন আহত হন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানাটিতে ভাঙচুর চালায়। 

রবিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

শ্রমিকরা জানান, ভান্নার এলাকায় অবস্থিত দাইয়ু বাংলাদেশ লিমিডেট কারখানার শ্রমিকরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন শুরু করেন। ওই কারখানাটিতে ৫-৭ হাজার শ্রমিক কাজ করেন। আজ সকালে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করেন। এসময় তাদের উস্কানিতে শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে শ্রমিক ও বহিরাগতরা মিলে কারখানাটিতে ভাঙচুর চালায়। তারা কারখানার সামনে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক। শ্রমিকদের দাবিগুলো এলোমেলো। তাদের ও মালিকপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

Read Entire Article