গ্রাহকদের সম্মানে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের আয়োজনে ইফতার

8 hours ago 6
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৬:৩৪, ১৭ মার্চ ২০২৫  

গ্রাহকদের সম্মানে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের আয়োজনে ইফতার

ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ারপ্ল্যান্টের লুব্রিকেন্টের গ্রাহকদের সম্মানে বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এ সময়ে র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে শেল লুব্রিক্যান্টের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড। গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের সুনাম রয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত ইফতার, দোয়া মাহফিল এবং নৈশভোজ তাই পরিণত হয়েছিল মিলনমেলায়।  

র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব আমদানিকারক। বিশ্বমানের লুব্রিক্যান্ট এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, শেল দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, নন-ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান লুব্রিকেন্টের গ্রাহকদের সকল ধরনের লুব্রিকেন্টের চাহিদা পূরণ করে। বিগত ১৮ বছর ধরে শেল বিশ্বের ১ নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান।

ঢাকা/হাসান/এনএইচ

Read Entire Article