চট্টগ্রাম ও রাজশাহীতে শিগগির স্থাপিত হচ্ছে ডিএনএ ল্যাবরেটরি

8 hours ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণসহ নারী নির্যাতন মামলার বিচার গতিশীল করতে দ্রুততার সঙ্গে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপিত হবে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ধর্ষণের মামলার বিচার বিলম্বিত হওয়ার বড় কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাবরেটরি না থাকা। এ কারণে নতুন দুটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

তিনি আরও বলেন, আজ (সোমবার) বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের বিষয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় বিস্তারিত আলোচনা শেষে ল্যাব দুটি স্থাপনসহ আইনের সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়।

এমইউ/এএমএ/এএসএম

Read Entire Article