চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

13 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২২ মার্চ ২০২৫  

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে জেএমএস গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শ্রমিক ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে লে-অফ ঘোষণা করা হয়। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের ইপিজেড শ্রম আইনে বেতন-ভাতা গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কেউ নির্দিষ্ট তারিখে বেতন পাননি। পরে এক নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে জানানো হয়। কিন্তু, শ্রমিকরা সেই সিদ্ধান্ত না মেনে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজা সিকিউরিটি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/রেজাউল/রাজীব

Read Entire Article