ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
এক যুগের অভিনয় জীবন শবনম ফারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক নাটক ও টেলিছবি। সেই সঙ্গে সিনেমাতেও কাজ করেছিলেন এ অভিনেত্রী। এক সময়ের উদয়-অস্ত ব্যস্ত অভিনেত্রী ফারিয়াকে এখন আর আগের মতো দেখা যায় না। তবে চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া।
ফারিয়ার আজ জন্মদিন। বোনের অসুস্থতায় এ বছরের জন্মদিনটা ভালো কাটবে না অভিনেত্রীর। বোনকে হাসপাতালে দেখা-শোনা, অফিস ও বাড়িতে সময় দিতে গিয়ে একটা সাধারণ দিনের মতোই কাটাতে হচ্ছে তাকে। জাগো নিউজকে ফারিয়া বলেন, ‘বোন হাসপাতালে। তার জন্য ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমরা বোনেরা পরস্পরের সঙ্গে খুবই সম্পৃক্ত।’
মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল শবনম ফারিয়ার। ২০১৩ সালে আদনান আল রাজীব নির্মিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি। এ নাটকের মাধ্যমেই দর্শকের নজর কাড়েন অভিনেত্রী। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফারিয়াকে।
বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন ফারিয়া। তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘মাছ পাখি ও তুমি’। ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’ইত্যাদি। ফারিয়া ‘দেবী’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাকে নিলু চরিত্রে দেখা গেছে। এ চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল।
এখন কেন অভিনয় করেন না? জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমার কাছে আসলে মনের মতো স্ক্রিপ্ট আসে না। আমি নিয়মিত কাজ করতে চাই। ভালো গল্পের নাটকে কিংবা সিনেমায় অভিনয়ের প্রচণ্ড ক্ষুধা রয়েছে আমার। মনের মতো স্ক্রিপ্টের জন্য আমি সব সময় মুখিয়ে থাকি।’
ফেসবুকে বেশ সক্রিয় ফারিয়া। দেশ ও সময় সচেতন এই অভিনেত্রী ভীষণ স্পষ্টভাষীও বটে। বিভিন্ন সময়ে দেশে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন। এ কারণে তাকে বিপাকেও পড়তে হয়েছে বেশ কবার। কিন্তু তারপরও থেমে থাকার পাত্রী তিনি নন।
আরও পড়ুন:
- ধর্ষকদের জামিন নিয়ে শবনম ফারিয়ার ক্ষোভ, কঠোর শাস্তির দাবি
- ‘দেবী’র পুরস্কার পেলেন জয়া, কেন পেলেন না ফারিয়া
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ফারিয়া। ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের জীবনের পথ ভিন্ন পথে বেঁকে যায়। ফারিয়া এখন নিজের মতো যাপন করছেন তার জীবন।
এমএমএফ/আরএমডি/এমএস