চীনে বিএনপির ইফতার মাহফিল

1 day ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন কানন।

আলোচনায় সভায় বক্তব্য দেন, শেখ মাহবুবুর রশীদ, মো. আসিফ হক রুপু, মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

চীনে বিএনপির ইফতার মাহফিল

অনুষ্ঠানের সভাপতি মো. সাখাওয়াত হোসেন কানন জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন, তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে।

আসিফ হক রুপু চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চীন শাখার নেতাকর্মীদের এক সাথে কাজ করতে হবে।

চীনের বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এমআরএম/এমএস

Read Entire Article