ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- আব্দুল বাসেদ ওরফে বাঁধন ওরফে বাদল (২২) এবং মো. নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার থানার একটি টহল টিম জানতে পারে মিরপুর মডেল থানা এলাকার ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশে দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে সেখানে পৌঁছায় মিরপুর মডেল থানা পুলিশ। এরপর জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তবে এসময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী পালিয়ে যান।
- আরও পড়ুন
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর
- গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
এ ঘটনায় গ্রেফতার দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেআর/কেএসআর/জিকেএস