জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দিল এবি পার্টি 

3 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জাতীয় ঐকমত‍্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৮টি বিষয়ে ঐকমত্য, ২৬টি বিষয়ে আংশিক ঐকমত্য এবং ৩২টি বিষয়ে দ্বিমত পোষণ করে লিখিত মতামত জমা দিয়েছে আমার বাংলা‌দেশ পা‌র্টি (এবি পার্টি)।

সোমবার (১৭ মার্চ) এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল জাতীয় ঐক্যমত কমিশনে লিখিত মতামত জমা দেয়।

জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষে মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ৬ মার্চ জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো স্প্রেডশিট আকারে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ ১৭ মার্চ জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে কমিশনের নির্দেশনা মোতাবেক পূরণকৃত স্প্রেডশিটগুলো জমা দেয় এবি পার্টি। 

স্প্রেডশিটগুলোতে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় হিসেবে মোট ছয়টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবনা হলো—‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’। এ উপায়ে সংবিধান সংশোধন বর্তমান সংবিধানের আলোকে অগ্রহণযোগ্য। সংবিধানের অনুচ্ছেদ ৯৩ (১)(খ) এর বিধান মোতাবেক রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতার মাধ্যমে সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা রহিত করা যায় না। তাই, বর্তমান সংবিধান স্থগিত বা বাতিল না করে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা বর্তমান সংবিধান সাপেক্ষে বেআইনি। তবে, বর্তমান সংবিধান স্থগিত করে জুলাই রেভুল্যুশনের স্পিরিটের আলোকে প্রস্তাবিত সাংবিধানিক বিধানসমূহ পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন করে নতুন সংবিধান পুনর্লিখন করা যেতে পারে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আপিল বিভাগের কাছে সরকার অধিকতর সাংবিধানিক ব্যাখ্যা চাইতে পারে।

অন্য পাঁচটি প্রস্তাবনা সার্বিক বিবেচনায় দুরূহ ও সময়সাপেক্ষ বলে মনে করে এবি পার্টি। এ পরিস্থিতিতে এবি পার্টি স্প্রেডশিটে উল্লেখ করা সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় হিসেবে আইনি সম্ভাব্য জটিলতা থাকা সত্ত্বেও প্রথম প্রস্তাবনাকেই (নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে) বেছে নিয়েছে।

তাছাড়া, যেসব প্রস্তাবনায় সংবিধান সংশোধনের সম্ভাব্য উপাদান নেই, সেসব ক্ষেত্রে প্রথম প্রস্তাবনাই (নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে) সবচেয়ে সহজসাধ্য বলে এবি পার্টির বিশ্বাস।

এবি পার্টির প্রতিনিধিদলে আরো ছিলেন সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরণ চৌধুরী ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

Read Entire Article