জামিনের পর কারাফটক থেকে ফের গ্রেফতার সাবেক প্যানেল মেয়র

1 day ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক এক নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে কারাগারের ফটক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসিফ হোসেন ডনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর সন্ধ্যার দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমেদ সাগরকে হত্যা, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলার আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ ডিসেম্বর আদালত জামিন দিলে আবারও পালিয়ে যান তিনি। গত ২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় ডনকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম

Read Entire Article