ঝিনাইদহে গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৪ মার্চ ২০২৫  

ঝিনাইদহে গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকূপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৪ মার্চ) শৈলকূপা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সে ঘটনাটি তার পরিবারকে জানায়। 

এর আগেও রিপন কাজী ওই স্কুলছাত্রীকে একইভাবে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগীর অভিভাবকরা বলেন, “লোকলজ্জার ভয়ে ভিকটিমকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আজ থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।”

এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই শাকিল আহমেদ বলেন, “অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, “এটি একটি সেনসিটিভ অভিযোগ। আমরা খোঁজখবর নিচ্ছি। এ ধরনের অভিযোগ পেলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে আইনগত ব্যবস্থা নেবে।”

ঢাকা/শাহরিয়ার/এস

Read Entire Article