ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টায় প্রথম দিনে ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনে মোট টিকিটের ৯৫ শতাংশ বিক্রি শেষ হয়েছে। টিকিট কিনতে সর্বোচ্চ ২০ লাখ বার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, সকাল ৮টা থেকে এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলের ৯৫ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়েছে। অল্প কিছু টিকিট বিক্রি বাকি আছে সেগুলো স্বল্প দূরত্বের। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কিনতে ওয়েবসাইটে ২০ লাখ হিট পড়েছে।
আরও পড়ুন
এদিন সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে ওই সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের টিকিট অবশিষ্ট ছিল।
বেলা ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে। এর ফাঁকেও একটি-দুটি ট্রেনের টিকিট মাঝেমধ্যে দেখাচ্ছে তাও স্বল্প দূরত্বের।
এনএস/বিএ/এমএস