তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিপিএল ফাইনালের দিনে বিশেষ সংবর্ধনা জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। পূর্বঘোষণা অনুযায়ী, মূল পুরস্কার বিতরণীর আগে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুতে জায়ান্ট স্ক্রিনে তামিমকে নিয়ে তৈরি করা একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে জাতীয় দলের তরুণ তারকা জাকির হাসান, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি তামিমের ক্যারিয়ার নিয়ে কথা বলেন। এছাড়া, তার একসময়কার সতীর্থ এবং বর্তমানে কোচ মোহাম্মদ আশরাফুলও তামিমকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন।

পরে তামিমকে বিদায়ী সংবর্ধনা জানাতে ডেকে নেওয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এসময় তামিমের স্ত্রী ও দুই সন্তানও ছিলেন তার পাশে। বিসিবির পক্ষ থেকে তামিমকে তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি ও ক্রেস্ট প্রদান করা হয়।

তামিমের ক্যারিয়ারের পরিসংখ্যান
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তামিম বাংলাদেশের হয়ে ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার ৪৪৮ ইনিংসে রান ১৫,১৯২, যেখানে রয়েছে ৯৪টি ফিফটি ও ২৫টি সেঞ্চুরি।

এই বিশেষ সংবর্ধনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদানকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো বিসিবি।

এমএমআর/

Read Entire Article