ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে কাজ করা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা। প্রায় সব পরিচালক, শিল্পীরাই আগ্রহ নিয়ে বসে থাকেন শাকিবের সঙ্গে কাজ করতে। সংগীত পরিচালক আরাফাত মহসীন মনে করেন, শাকিব খানের সঙ্গে কাজ করাটা একটা তৃপ্তি হয়ে আসে। কারণ সেই কাজের ফিডব্যাকটা পাওয়া যায় দ্রুত।
এ সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসীন। নিধি নামেও তিনি ইন্ড্রাটিতে বেশ পরিচিত। পর পর দুই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নিজেকে আরও পরিচিত করে তুলেছেন তিনি। এই দুই সিনেমায় আরাফাত মহসীনের করা একাধিক গানও ছিল। সেগুলোও পেয়েছে শ্রোতাদের ভালোবাসা।
সেই রেশ নিয়ে এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও কাজ করছেন আরাফাত মহসীন। চলতি সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা পড়বে। তার আগে রাত-দিন কাজ করে যাচ্ছেন তিনি।
আরাফাত মহসীন বলেন, ‘রায়হান রাফীর পরিচালনায় শাকিব ভাইয়ের সিনেমা ‘তুফান’-এ প্রথম কাজ করার সুযোগ ঘটে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করতে। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি ‘ফেঁসে যাই’ এবং ‘আসবে আমার দিন’ শিরোনামে দুটি গান করি। যার জন্য অনেক মানুষের ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ‘বরবাদ’ ছবির কাজ করে যাচ্ছি। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
তিনি আরও বলেন, আজকাল যে কোনো সিনেমার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাই অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে। অনেক এক্সপেরিমেন্ট দরকার পড়ে।
এদিকে ঈদ উপলক্ষে সম্প্রতি উন্মুক্ত ‘পাঠাও’ এর একটি ট্রাভেল থিম সংয়ের জন্য নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন আরাফাত মহসীন। তার তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল।
এলআইএ/এএসএম