‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ মার্চ ২০২৫  

‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) রান খরায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী খেলছে শান্তর নেতৃত্বে। দল জয়ের ধারায় থাকায় নিজের রান নিয়ে ভাবছেন না শান্ত।

সোমবার (১৭ মার্চ) সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটার, “দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিততেছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।”

এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাটিং করেছেন শান্ত। সর্বোচ্চ আসে ৩৭ রান। আর দুই ম্যাচে আউট হন ৯ ও ১২ রানে। এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্লাবটি।

রান না পেলেও ঢাকা লিগ উপভোগ করছেন বলে জানিয়েছেন শান্ত, “খুব উপভোগ করছি। দল হিসেবে এখন পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। তবু আমাদের যে দলটা আছে, আরও ভালো খেলা সম্ভব। পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে আছি। ক্রিকেটাররা একেক ম্যাচে দায়িত্ব নিয়ে পারফর্ম করছে। খুব ইতিবাচক ব্যাপার।”

বরাবরের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়তে পারেনি আবাহনী। তবে একবারে যে নেই তাও নয়। বেশ শক্তিশালী দলই গড়েছেন তারা। আছেন তরুণ পেসার নাহিদ রানা। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারও আছেন আবাহনীতে।

নিজের দল নিয়ে শান্ত বলেন, “অবশ্যই (জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি) খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে এই টুর্নামেন্টটা খেলে বড় হয়েছি আমরা। ওয়ানডে সংস্করণ ভালো করার অন্যতম কারণ এই ঢাকা প্রিমিয়ার লিগ। সবাই খেলতে পারছে, এটা ভালো দিক। যেটা দেখে ভালো লাগছে, সবাই চেষ্টা করছে প্রতিদিন কীভাবে দলকে জেতাতে পারে, অবদান রাখতে পারে। এটা ইতিবাচক দিক।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

Read Entire Article