দাওয়াত না দেওয়ায় ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ

1 day ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৩ মার্চ ২০২৫  

দাওয়াত না দেওয়ায় ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ

ভাঙচুর হওয়া মঞ্চ

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুবদলের ইফতার মাহফিলের মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২২ মার্চ) আশুলিয়ার ভাদাইল এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে। 

স্থানীয়দের অভিযোগ, ভাদাইল এলাকায় যুবদলের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সে আয়োজনে দাওয়াত না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা পিয়ার আলী তার দলবল নিয়ে হামলা চালান। এসময় মঞ্চ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ফেলে দেওয়া হয় ইফতার মাহফিলে পরিবেশনের জন্য তৈরি ১৫ পাতিল বিরিয়ানি। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষে আশঙ্কা তৈরি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

যুবদল নেতা মো. জহির অভিযোগ করেন, পিয়ার আলীকে দাওয়াত না দেওয়ায় তারা মঞ্চ ভাঙচুর করেছে। খাবার নষ্ট করে চলে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পিয়ার আলী বলেন, “যিনি আয়োজন করেছেন তিনি বিএনপির কোন পোস্টে নেই। তিনি কেন এমন আয়োজন করবেন। এ বিষয়ে পরে কথা বলবো।”

ঢাকা/সাব্বির/টিপু 

Read Entire Article