ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:১৯, ১৪ মার্চ ২০২৫
সাবিকুন্নাহার দিবা
গ্যালারিয়া ডি দিবার কর্ণধার সাবিকুন্নাহার দিবা সব সময় কালারফুল পোশাক পছন্দ করেন। শুরুতে টাই-ডাই পণ্য নিয়ে কাজ করলে ধীরে ধীরে ফেব্রিক ও নকশায় বৈচিত্র্য যোগ করেছেন। এবার ঈদে সমৃদ্ধ কালেকশন রয়েছে তার।
থ্রিপিসের মধ্যে রয়েছে, পিওর কটন স্কিন প্রিন্ট থ্রিপিস, ইয়োক লেইজ কাজ করা বাটিক থ্রিপিস, কটন ব্লক প্রিন্ট থ্রিপিস, পিওর খাদি কটন স্কিন প্রিন্ট থ্রিপিস এবং এমব্রয়ডারী কামিজ ও স্লিভস। শাড়ির সমৃদ্ধ কালেকশনে রয়েছে শিবুরি টাই- ডাই সিল্ক শাড়ি, শিবুরি টাই- ডাই কোটা শাড়ি, টাঙ্গাইল কাতান শাড়ি, কটন উডব্লক শাড়ি, টাঙ্গাইলের তাঁত কটন শাড়ি ইত্যাদি। গরমে আরামের কথা চিন্তা করে কটনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে উৎসবের ভাইবটা যাতে থাকে এজন্য কটন, কোটা কিংবা উডব্লকের জমিনে যাতে জমকালো নকশা থাকে সেদিকে খেয়াল রাখা হয়েছে। অন্যদিকে উৎসবের বিকেলে এবং রাতে ক্যারি করার জন্য উপযুক্ত পোশাক হিসেবে থাকছে সিল্ক ফেব্রিকের প্রাধান্য।
কোন ফেব্রিকের চাহিদা বেশি? এই প্রশ্নের জবাবে দিবা রাইজিংবিডিকে বলেন, ‘‘এই বছর সিল্কের শাড়ি,থ্রিপিস, টুপিস এগুলোতে ভালো সাড়া পাচ্ছি।’’
গ্যালারিয়া ডি দিবার থ্রিপিসের দাম ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। শাড়ির দাম ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।
ঈদের দিন কেমন পোশাক বেছে নেবেন এই উদ্যোক্তা, জানতে চেয়েছিল রাইজিংবিডি। সাবিকুন্নাহার দিবা বলেন, আমার উদ্যোগ ‘Galleria de Diba’ র কটনের থ্রিপিস পরবো সকালে আর বিকেলে পরবো সিল্কের শাড়ি।
ঢাকা/লিপি