দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান।

বুধবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।

এদিকে ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে আজও গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন। মোনাজাতে অংশগ্রহণ ও মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আব্দুল্লাহপুর, মিরের বাজার, ভোগড়া বাইপাস মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কটি ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফিরতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি

শুরায়ি নেজাম বাংলাদেশের আয়োজনে প্রথম পর্বের দুই ধাপে টানা ছয় দিনের ইজতেমা আজ শেষ হচ্ছে। আর মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।

আরও দুই মুসল্লির মৃত্যু

ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত একটার দিকে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) ও রাত দুইটার দিকে মারা যান জয়পুর হাটের আক্কেলপুর থানার রায়কালী এলাকার মো. সামসুল আলম (৬০)। তারা নিজ খিত্তায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানান ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে দুই ধাপে ইজতেমা ময়দানে ৯ মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

Read Entire Article