দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সচেতন থাকতে হবে: শফিকুর রহমান

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

যেকোনো পরিস্থিতিতে অস্থিরতা দেখানো ঈমানের পরিচয় বহন করে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, এখনই সবাইকে সচেতন থেকে সামনে অগ্রসর হতে হবে। দেশটাকে ধাক্কা দিয়ে একদিকে নিয়ে যাওয়ার সুযোগ আমরা কাউকে দিতে চাই না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশে চলমান পরিস্থিতিতে গতরাতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে আমাকে বিদ্রুপ মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে অনেকে বলেছেন বিষয়টি ঠিক আছে, তবে অন্য কেউ বললে ভালো হতো। সুতরাং সবার আগে ভালো কিছু কেন আমি বলবো না! ভালো কথাটা সবার আগেই বলা উচিত।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরেই আমাদের সব অর্জন হয়ে গেছে একথা বলার কোনো সুযোগ নেই। ভুলে গেলে চলবে না, একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা আমাদের করতে হতে পারে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এ ভূখণ্ডে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের রাহবাররা জীবন দিয়েছেন। আমরা তাদের রেখে যাওয়ার আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যায়। রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে ছাত্রশিবির এ দেশে যা অর্জন করেছে, সেটাই ২০২৪ এ এসে একটা বিস্ফোরণ ঘটেছে। সে ঘটনার মধ্য দিয়ে মহান আল্লাহতায়ালা আমাদের দেশের ওপরে চেপে বসা ফ্যাসিবাদের কবল হতে সবাইকে মুক্ত করেছেন।

বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা সাবেক শব্দটাকে কোরআনের দৃষ্টিতে দেখলে অনেক মর্যাদা সম্পন্ন হিসেবে পায়। ছাত্রশিবিরে সাবেক বলতে কিছু নেই বরং আমরা আরও অগ্রগামী শিবির এ পরিচয় দেওয়া জরুরি। অগ্রবর্তী ব্যক্তি হিসেবে সব শিবির সদস্যদের দায়িত্ব অনেক বেশি। যিনি সব কাজের আগে থাকবেন সেই অবস্থানেই আপনারা রয়েছেন।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষাঙ্গনে বহু ছাত্রসংগঠন রয়েছে কিন্তু ছাত্রশিবির যে আদর্শের আহ্বান, ছাত্রসমাজের কাছে পৌঁছে দিচ্ছে যা আর কেউ করতে সক্ষম হয়নি। ছাত্রশিবির তার কর্মসূচি নিয়ে এ দেশের প্রতিটি ভালো কাজে এগিয়ে থাকবে।

ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মাহফুজুল হক, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতিরা।

এএএম/এমএএইচ/

Read Entire Article