ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৩৯, ১৫ মার্চ ২০২৫
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।
দেশী পাঞ্জাবীকে ইন্ডিয়ান পাঞ্জাবী বলে ট্যাগ লাগিয়ে বেশি মুল্যে বিক্রির অপরাধে চট্টগ্রামের নামী ব্র্যান্ড সেলিম পাঞ্জাবীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
শনিবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবীর শো-রুমে অভিযানে সেলিম পাঞ্জাবী এই প্রতারণা ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।
ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, ঈদকে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাঞ্জাবীর শো-রুম সেলিম পাঞ্জাবী ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তারা ঢাকা থেকে পাঞ্জাবী কিনে এনে ইন্ডিয়ান পাঞ্জাবী বলে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল।
অভিযানে দেখা গেছে তারা দুই তিন বছর আগের পুরনো দেশী পাঞ্জাবী ইন্ডিয়ান পাঞ্জাবী বলে ভোক্তাদের সাথে প্রতারণা করে বিক্রি করছে। এছাড়া নিজেরা কোন পাঞ্জাবী প্রোডাকশন না করলেও ঢাকা থেকে কিনে আনা পাঞ্জাবী নিজেদের পাঞ্জাবী বলে বিক্রি করছে। কোন কোন পাঞ্জাবী ঢাকা থেকে ১ হাজার, দেড় হাজার টাকায় কিনে এনে ভারতীয় পাঞ্জাবী বলে ৭ থেকে ৮ হাজার টাকা দামে বিক্রি করছে।
ভোক্তা অধিকারের অভিযানে অভিযোগ হাতেনাথে ধরা পড়ায় এবং সেলিম পাঞ্জাবীর মালিক দোষ স্বীকার করায় তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা না করতে সতর্ক করা হয়।
ঢাকা/রেজাউল/এস