দেড় বছর পর বেলজিয়াম দলে কর্তোয়া, বিশৃঙ্খলার শঙ্কা

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দীর্ঘ দেড় বছর পর বেলজিয়াম দলে ফিরেছেন গোলরক্ষক থুবো কুর্তোয়া। কোচের পরিবর্তনের ফলে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের এ গোলরক্ষক। এর আগে সাবেক কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে বিরোধের জেরে জাতীয় জায়গা হারান কর্তোয়া।

২০২৩ সালের জুনে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সঙ্গে কুর্তোয়ার সম্পর্কের অবনতি ঘটে। কেভিন ডি ব্রুইনা দল থেকে ছিটকে যাওয়ার পর তাকে অধিনায়কের আর্মব্যান্ড না দেওয়ায় এমন বিরোধ তৈরি হয়।

রোমেলু লুকাকুকে অধিনায়ক ঘোষণা করায় বিষয়টি কুর্তোয়ার নিজের জন্য অপমানজনক মনে করেন। ক্ষুব্ধ হয়ে অনুশীলন ক্যাম্প ত্যাগ করেন তিনি এবং পরে ঘোষণা দেন, যতদিন টেডেস্কো কোচ থাকবেন, ততদিন জাতীয় দলে ফিরবেন না।

এদিকে নতুন কোচ আসার পর কুর্তোয়ার ফেরার সিদ্ধান্তে ফুটবলারের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বিশেষ করে ব্যাকআপ গোলরক্ষক কোয়েন কাস্টিলসের। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের প্রথম পছন্দের গোলরক্ষক জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।

কাস্টিলস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি অবাক হচ্ছি, ফেডারেশন তাদের অবস্থান এত দ্রুত পরিবর্তন করলো এবং তার জন্য (কর্তোয়া) লাল গালিচা বিছিয়ে দিল!’

নতুন কোচ গার্সিয়া বিতর্ক এড়ানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি দলের নেতৃস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবো, তবে অধিনায়কত্বের সিদ্ধান্ত একান্তই আমার হবে। আমি জানি, বেলজিয়ামে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়কে আর্মব্যান্ড দেওয়ার ঐতিহ্য রয়েছে। তবে আমি যদি মনে করি, তাহলে তা অনুসরণ করবো। না হলে, অন্য সিদ্ধান্ত নেবো।’

কুর্তোয়ার সঙ্গে আরও কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও দলে ফিরেছেন, যাদের টেডেস্কো বাদ দিয়েছিলেন। তাদের মধ্যে আছেন- ড্রাইস মের্টেন্স, ক্রিশ্চিয়ান বেন্টেকে, মিচি বাতশুয়াই, অ্যাক্সেল উইটসেল এবং ইয়ানিক কারাসকো। এতে দলের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এছাড়া নতুন প্রতিভাও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিকোলাস রাসকিন, ব্রায়ান হেইনেন ও জর্হি মোকিও প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।

কুর্তোয়ার দলে ফেরা বেলজিয়াম ফুটবলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করলেও এটি এখনো বিতর্কিত সিদ্ধান্ত হিসেবেই হয়ে রয়েছে। এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ পরিবেশে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

এমএইচ/

Read Entire Article