নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ৪৪

19 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৬:৫৬, ২২ মার্চ ২০২৫  

নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ৪৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ার একটি মসজিদে হামলার সময় সন্ত্রাসীরা কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ১৩ জনকে গুরুতর আহত করেছে। শুক্রবার নাইজার, বুরকিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত ফোম্বিতা গ্রামে জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। এই অঞ্চলটি পশ্চিম আফ্রিকার জিহাদি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত।

শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ইআইজিএস গ্রুপকে দায়ী করেছে।

এতে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা একটি মসজিদ ঘিরে ফেলে এবং ‘নিষ্ঠুরর হত্যাকাণ্ড’ চালায়।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা পিছু হটার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে মোতায়েন করা সেনাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ঢাকা/শাহেদ

Read Entire Article