ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫
দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, “বাগানে নানা বর্ণে সুভাসিত ফুল যেমন বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে, একটি দেশে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার, নিজ নিজ ধর্ম পালনসহ সব মানবিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বহুধর্মীয় সংলাপবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগের (আইডব্লিওএমডি ২০২৫) সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ।
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মাল্টি ফেইথ নেইবারস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ, আইআরএফ সেক্রেটারিয়েট এর প্রেসিডেন্ট নাদিন মায়েনজা, ইনস্টিটিউট অব গ্লোবাল এনগেজমেন্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস চেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, গ্লোবাল মুসলিম অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ উপদেষ্টা সাইয়েদ মুক্তাদির প্রমুখ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্মশালাটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ঢাকা/সৌরভ/মেহেদী