ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:১৪, ১২ মার্চ ২০২৫
ফাইল ফটো
নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষক আব্দুর রহিম কালুকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(১২ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ও উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় অভিযুক্ত আসামি ভুক্তভোগী শিক্ষার্থীকে জলসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসায় ধর্ষণ করেন। পরে শিশুটি তার মা–বাবার কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে মামলা করেন।
ঢাকা/আরিফুল/রাজীব