ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ঢাকা জজ কোর্ট জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই মসজিদেই নামাজ পড়তে আসা মো. সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। এসময় সুমনকে আটকে রাখেন মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জুতা চুরির এ ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মো. সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
- আরও পড়ুন
- সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৮৩ ছিনতাইকারী-চাঁদাবাজ
- ‘সুখে থাকিস রাজকুমারী’ স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মহ ইয়াসিন শিকদার জাগো নিউজকে বলেন, চুরি হওয়া জুতাসহ মো. সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার আবেদনে যা বলা হয়েছে
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম নিয়মিত ঢাকা জজ কোর্ট জামে মসজিদে জোহর, আসর এবং ক্ষেত্রবিশেষে মাগরিবের নামাজ আদায় করেন। গত ১৩ মার্চ দুপুরে ওই মসজিদের তৃতীয় তলায় জোহরের নামাজ শেষে অফিসে আসার সময় মসজিদে রাখা তার ব্যবহৃত এক হাজার ৮৫০ টাকা মূল্যের এক জোড়া চামড়ার কালো জুতা খুঁজে পাচ্ছিলেন না।
এর কিছুক্ষণ পর অজ্ঞাতপরিচয় এক মুসল্লি মো. সুমনকে তার ডান হাতে পলিথিন ব্যাগে জুতা দেখে সন্দেহ করে তৃতীয় তলায় নিয়ে আসেন। তখন বিচারক তার জুতাজোড়া শনাক্ত করেন এবং সুমনকে আটক করা হয়।
পরে কোতোয়ালি থানায় ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আসামিসহ চুরি করা জুতা জোড়া হস্তান্তর করা হয়। পুলিশ চোরাই জুতার জব্দতালিকা প্রস্তুত করেন এবং আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রবিউল আলমের জিম্মায় প্রদান করেন।
টিটি/কেএসআর/জিকেএস