নারায়ণগঞ্জের জালকুড়িতে মার্কেটে আগুন, পুড়ল ৭ দোকান

10 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৪ মার্চ ২০২৫  

নারায়ণগঞ্জের জালকুড়িতে মার্কেটে আগুন, পুড়ল ৭ দোকান

আগুনে পুড়ে যাওয়া ফার্নিচারের দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকানসহ ৭টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১টায় আগুন লাগে বলে জানান আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে আগুন লাগে। পরে স্থানীয় জনতা আগুন দেখতে পেয়ে নিজেরাই নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের মিরন মিয়া বলেন, “আগুনে ফার্নিচার, স্বর্ণের দোকান, লেপতোশক ও পান-সিগারেটের দোকানসহ ৭টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”

ঢাকা/অনিক/টিপু

Read Entire Article