ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নারী হকিতে এখনো মাঠের লড়াইয়ের জন্য কোমর সোজা করে দাঁড়ানোর সক্ষমতা আসেনি অনেক জেলার। চলমান ডেভেলপমেন্ট কাপে গোলের বন্যা দেখলেই সেটা পরিষ্কার হয়।
একদিন বিরতির পর শুক্রবার আবার শুরু হয়েছে খেলা। এ দিন ঝিনাইদাহ জেলা, ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা ও যশোর জেলা নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি ভেন্যুতে চার খেলায় গোল হয়েছে ৪১টি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় ঝিনাইদাহ জেলা ৮-০ গোলে রংপুর জেলাকে, দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলা ১৮-০ গোলে কুমিল্লা জেলাকে এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে দিনের তৃতীয় খেলায় রাজশাহী জেলা ৩-০ গোলে দিনাজপুর জেলাকে ও চতুর্থ খেলায় যশোর জেলা ১১-১ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করেছে।
আগামীকাল শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ১০টায় দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা, বেলা ১২টায় যশোর জেলা ও চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে সকাল ৯টায় ঠাকুরগাঁও জেলা ও কিশোরগঞ্জ এবং ১১টায় বিকেএসপি ও রংপুর জেলা মোকাবেলা করবে।
আরআই/এমএইচ/