ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের চারদিন পর ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিয়েছে নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক কিশোরী। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাকিয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে।
পরিবারের দাবি, গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসায় আসার পথে নিখোঁজ হয় রাখি। এ ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা নাছির উদ্দিন।
এদিকে শনিবার সন্ধ্যায় রাখির পোস্ট করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবি করা আদর নামের এক তরুণকেও দেখা যায়। ভিডিওতে রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’
ভিডিওর শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজতেছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি। আমরা একে অপরকে ভালোবাসি। প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।'
রাখির বাবা নাছির উদ্দিন দাবি করেন, বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় রাখিকে অপহরণ করা হয়েছ। রাখি দশম শ্রেণিতে পড়ছে। এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম