নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে: আসাদুজ্জামান রিপন 

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৫ মার্চ ২০২৫  

 আসাদুজ্জামান রিপন 

ফরিদপুরে দলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘‘গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন বিলম্বত করা যাবে না।’’

তিনি আরো বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস সরকারের প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না।’’

শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারে নাই। এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে।’’  

তিনি আরো বলেন, ‘‘১৬০ জনের অধিক সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা গণতন্ত্র না। এই গণতন্ত্র বিএনপি বিশ্বাস করে না। দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না।’’ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।

ঢাকা/তামিম/বকুল

Read Entire Article